টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, শিশুসহ আহত ৫

আরিফ উর রহমান টগর
আরিফ উর রহমান টগর আরিফ উর রহমান টগর টাঙ্গাইল থেকে
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১২ নভেম্বর ২০২০

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন-জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার রুদ্রবয়ড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২২), একই উপজেলার চর ভিন্নপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী করুনা বেগম (৩০)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গারোবাজার-সাগরদিঘী সড়কের গারোবাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকে কাছে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইলের সাঘরদিঘী ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন।

তিনি বলেন, তারা সিএনজিচালিত অটোরিকশায় করে গাজীপুর থেকে সরিষাবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় সিএনজিটি গারোবাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা করুনা বেগম মারা যান।

পরে শিশুসহ ছয়জনকে আহতাবস্থায় মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় করুনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী শাহিনা বেগম মারা যান।

আরিফ উর রহমান টগর/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।