শায়েস্তাগঞ্জে ভয়াবহ আগুন, ৪ দোকান পুড়ে ছাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১২:১৫ এএম, ১৫ নভেম্বর ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং বাছিরগঞ্জ বাজারে আগুন লেগে ৪টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।

আগুনে একটি লেপ-তোষকের দোকান, দুটি কনফেকশনারির দোকান ও একটি আইসক্রিম ফ্যাক্টরির আংশিক পুড়ে গেছে।প্রাথমিকভাবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুল মালেক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।