ভোলায় হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৫ নভেম্বর ২০২০

ভোলায় আলোচিত আব্দুর রশিদ হত্যা মামলায় ১৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক নম্বর আসামি আবুল বাশারকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকিদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আমিনুল ইসলাম সরমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাশার (৬০), বসু মাঝি (৪৫), ছাদেক মাঝি (৪৫), আব্দুল জলিল (৪৫), মো. কাঞ্চন মিস্ত্রি(৫৫), ফজলে করিম (৪৫), সামসুদ্দিন হাওলাদার (৪৭), শাহাবুদ্দিন (৪৫), আলাউদ্দিন (৪৫), কাঞ্চন পাটওয়ারী (৬০), আব্দুর রহফ ওরফে হক মুন্সী (৫০), মো. সিরাজ হাওলাদার (৪৫), নুর হোসেন (৪৫) ও নোমান (৩০)। তারা ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ, জাহানপুর ইউনিয়ন এবং লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানঞ্জ ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদ তার নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহত আব্দুর রশিদের ভাই মো. হানিফ ১৮ জনকে আসামি করে চরফ্যাশন থানায় হত্যা মামলা করেন।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।