মির্জাপুরে ১২০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৫ নভেম্বর ২০২০

টাঙ্গাইলের মির্জাপুরে এক হাজার ২০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ)।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার হাটুভাঙ্গা রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রামের ওলিপুর উপজেলার মেকুবের আলগা গ্রামের কলিম উদ্দিনের ছেলে সমের আলী (৩০) এবং একই জেলার রৌমারি উপজেলার বেড়ামারা গ্রামের বাজির উদ্দিনের ছেলে জায়েদুল ইসলাম (২৪)।

মির্জাপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি পুলিশের (দক্ষিণ) এসআই ওবায়দুর রহমান ও এসআই কমল সরকারের নেতৃত্বে গোড়াই হাটুভাঙ্গা রোডে অভিযান চালিয়ে ইয়াবা সরবরাহের সময় তাদের গ্রেফতার করা হয়। তারা উত্তরাঞ্চল থেকে ইয়াবা এনে মির্জাপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত। তাদের নামে মাদক আইনে মামলা প হয়েছে। রোববার (১৫ নভেম্বর) টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, সকালে তাদেরকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

এস এম এরশাদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।