মা হারা শিশু রাকিবের সঙ্গে পুলিশের মানবিকতা
১০ বছরের শিশু রাকিব। মা বেঁচে নেই। বাবা আবার বিয়ে করেছেন। তার সঙ্গে যোগ হয়েছে সৎ মায়ের অত্যাচার আর শিক্ষকের বকুনি। এসব সহ্য করতে না পেরে পালিয়ে এসেছে কুয়াকাটায়। পরে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সহযোগিতায় সে তার বাবার কাছে ফিরে গেছে।
বিষয়টি মহিপুর থানা পুলিশ নিশ্চিত করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তার ওই স্ট্যাটাস থেকে জানা গেছে, বরিশালের কাজিরহাটে একটি কওমি মাদরাসার ছাত্র রাকিব। শিক্ষকের বকুনি খেয়ে পালিয়ে আসে কুয়াকাটায়। ১৫ নভেম্বর রাত ২টায় সমুদ্র সৈকতে একা একা ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় মহিপুর থানা পুলিশের টহল টিমের। পুলিশ কাছে যেতে একটু ভয় পেলেও পুলিশের উদারনতায় সাহস পায় সে।

জিজ্ঞাসাবাদে রাকিব জানায় তার মনের কথা। এতে পুলিশের বেড়ে যায় দায়িত্ববোধ। রাতেই যোগাযোগ করা হয় ঝালকাঠি জেলার নলছিটি থানার ডিউটি অফিসারের সঙ্গে। তিনি সম্প্রতি পটুয়াখালী থেকে বদলিসূত্রে নলছিটি থানায় যোগদান করেছেন।
তিনি এ সংবাদ পৌঁছে দেন রাকিবের বাবা আব্দুর রাজ্জাকের কাছে। তিনি ছুটে আসেন মহিপুর থানায়। খুঁজে পান সন্তানকে। এ সময় থানায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পুলিশকে ধন্যবাদ জানিয়ে সন্তানকে নিয়ে ফিরে যান বাবা।
কাজী সাঈদ/এসআর/জেআইএম