ঘরের মেঝেতে স্ত্রীর লাশ, স্বামী পলাতক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৯ নভেম্বর ২০২০
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় শিরিনা আক্তার (২০) নামের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার নাচানাপাড়া সংলগ্ন স্বামীর ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মিঠু সিকদার (২৫) পলাতক রয়েছে। শিরিনা চাকামাইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের মোখলেছ হাওলাদারের মেয়ে।

নিহতের পারিবার জানায়, প্রায় ৯ মাস আগে সামাজিকভাবে মিঠুর সঙ্গে বিয়ে হয় শিরিনার। বিয়ের পর থেকে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্ট হতো। বুধবার রাত ১২টার দিকে মিঠু শিরিনার ভাইকে ফোন দিয়ে তাদের পরিবারের সবাইকে নিয়ে বাসায় আসতে বলেন। পরে সকালে শিরিনার বাবা, মা ও ভাইসহ সবাই বাসায় এসে মেঝেতে শিরিনার লাশ দেখতে পান।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কাজী সাঈদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।