মাঝ নদীতে লঞ্চে ডাকাতের হানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১:৩০ এএম, ২০ নভেম্বর ২০২০
ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া সংলগ্ন মেঘনা নদীতে চাঁদপুরের মতলবগামী এমভি মকবুল-২ নামের লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ৯টায় নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গিয়ে রাত সাড়ে ১১টায় মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল এলাকায় পৌঁছালে ডাকাতদলের কবলে পড়ে লঞ্চটি। এ সময় ডাকাত দল যাত্রীদের নগদ অর্থ, মোবাইল ফোনসহ মালামাল লুট করে নিয়ে যায়।

লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। ডাকাতরা লঞ্চে আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও যাত্রীরা জানিয়েছেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুর বলেন, এমভি মকবুল-২ নামে একটি লঞ্চে মেঘনার ষাটনল এলাকায় ডাকাতি হয়েছে বলে যাত্রীরা পুলিশের কাছে অভিযোগ করেছেন। ডাকাত দল ৩০-৪০ জনের মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও অনেকের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে।

ডাকাতি শেষে তারা স্পিড বোটে পালিয়ে যায়। খবর পেয়ে নৌপুলিশ ষাটনল এলাকায় পৌঁছানোর আগে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।