করোনায় কৃষি কর্মকর্তার মৃত্যু
ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হরলাল মধু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. হুমাইয়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ নভেম্বর রাতে জ্বর, ঠান্ডা ও গলাব্যথা শুরু হলে প্রথমে বিষয়টি স্বাভাবিক জ্বর মনে করেন হরলাল মধু। পরে কোনো পরিবর্তন না হলে শনিবার (৭ নভেম্বর) সকালে ভোলা সদর হাসপাতালে করোনা ইউনিটে গিয়ে পরীক্ষা করেন। রাতে রিপোর্ট পজিটিভ আসে।
পরে অবস্থায় অবনতি হলে গত বুধবার (১১ নভেম্বর) তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
উল্লেখ্য, এ বছর ৫ এপ্রিল হরলাল মধু ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি গোপালগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরে।
জুয়েল সাহা বিকাশ/এফএ/এমএস