মাছ ধরতে খালে নেমে পাওয়া গেল অ্যাপাচি বাইক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৩ নভেম্বর ২০২০
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে খাল থেকে একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের বৈরাগী বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. রফিক মিয়া জানান, বিকেলে ভাটার সময় ওই খালে মাছ ধরতে গিয়ে অ্যাপাচি আরটিআর মডেলের লাল রঙের একটি বাইক দেখতে পান। বিষয়টি নিয়ে চারপাশে তোলপাড় শুরু হয়েছে।

বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সালাম বলেন, আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের কাঞ্চন আলী প্যাদার ছেলে হান্নান প্যাদা উদ্ধারকৃত বাইকটি নিজের বলে দাবি করেছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খালের পানি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি বর্তমানে বগা তদন্ত কেন্দ্রে রয়েছে। কেউ যদি মোটরসাইকেল দাবি করে তবে যাচাই করে দেখা হবে।

মহিবুল্লাহ চৌধূরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।