শেরপুরে নিজ ঘরে বৃদ্ধের গলাকাটা লাশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শামছুল হক নামের (৮০) এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পশ্চিম কাপাসিয়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃদ্ধ শামছুল হক সরকারের তিন ছেলে এবং চার মেয়ের সবাই বিয়ে করে পৃথক সংসার করেন। স্ত্রী ফাতেমা বেগম জীবিকার তাগিদে ঢাকার একটি গার্মেন্টে কাজ করেন। বৃদ্ধ শামছুল হক একাই নিজ বাড়িতে থাকতেন।
বুধবার বিকেলে বাড়ির কাছাকাছি বিয়ে দেয়া মেয়ে বাবার জন্য গরুর দুধ দিয়ে কাজের ছেলে হাসানকে পাঠান। শামছুল হকের বাড়ি এসে ঘরের দরজা খোলা দেখতে পান হাসান। পরে দরজায় উঁকি দিতেই মেঝেতে পা বাঁধা ও গলাকাটা মরদেহ দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইমরান হাসান রাব্বী/এএম/এমএস