শিবচর আ.লীগের সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি
আগামী ২৯ নভেম্বর মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ।
ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষপর্যায়ে। সম্মেলন অনুষ্ঠিত হবে শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে। সম্মেলন ঘিরে অডিটরিয়াম সাজানোর প্রস্তুতি প্রায়ই শেষ। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে সর্বত্র।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এতে বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা।
নাসিরুল হক/এএম/জেআইএম