নিখোঁজের চারদিন পর ডোবায় মিলল পাহারাদারের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৮ নভেম্বর ২০২০

শেরপুরের শ্রীবরদী উপজেলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ইটভাটার পাহারাদার সোহেল ওরফে বাবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নয়ানী শ্রীবরদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাবু ওই এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি স্থানীয় জালাল ইটভাটার পাহারাদার ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) জালাল ইটভাটা থেকে বাবু নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের চারদিন পর শনিবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ইমরান হাসান রাব্বী/এসএমএম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।