সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে : এমপি শাওন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৯ নভেম্বর ২০২০

ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। অর্থনীতির সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ফলে বিশ্বের অনেক অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মিডিয়াগুলো বাংলাদেশের প্রশংসা করছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে লালমোহন উপজেলার ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি শাওন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে নিজেদের জীবনকে গড়তে হবে। মেধা, কাজ ও যোগ্যতার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে হবে।

ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় তজুমদ্দিন একাদশ ও ধলীগৌর নগর একাদশ মুখোমুখি হয়।

জুয়েল সাহা বিকাশ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।