নোয়াখালীতে রেজিস্ট্রেশন না থাকায় হাসপাতালে তালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০১ ডিসেম্বর ২০২০

নোয়াখালীর মাইজদীর ইসলামী হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। রেজিস্ট্রেশন না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সৌরভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।

এর আগে সোমবার (৩০ নভেম্বর) ইসলামী হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন, ড্রাগ লাইসেন্স ও ১০ শয্যা হাসপাতালের জন্য প্রয়োজনীয় জনবল না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত মালিকপক্ষের একরামুল মোমেনিন ও শাব্বির আহমেদ নামে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন এবং হাসপাতালটি বন্ধের নির্দেশ দেন।

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সৌরভ জানান, রেজিস্ট্রেশন না থাকায় হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। কিন্তু তারা তা না মেনে আজও হাসপাতালের কার্যক্রম পরিচালনা করছিল। পরে জেলা সিভিল সার্জনের নির্দেশে হাসপাতালটি তালা লাগিয়ে সিলগালা করে দেয়া হয়েছে।

মিজানুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।