ফাঁকি দিয়ে চোরাইপথে শাড়ি এনে ব্যবসা করতেন রানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি চোরাচালানের অভিযোগে মাসুদ রানা (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের সামনে প্রাইভেটকার তল্লাশি করে ভারতীয় শাড়ি উদ্ধার ও ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় ৬০০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার ও অবৈধভাবে ভারতীয় শাড়ি পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতার মাসুদ রানা কুমিল্লার কোতোয়ালি থানাধীন বিষ্ণপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

jagonews24

বিকেল সাড় ৪টার দিকে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমউদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রাইভেটকার চালকের ছদ্মবেশে ভারত থেকে অবৈধভাবে চোরাইপথে শাড়ি নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন মাসুদ রানা। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।

এস কে শাওন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।