কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৩ ডিসেম্বর ২০২০

নড়াইলে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ফরিদ বিশ্বাস (৬৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফরিদ কালিয়া উপজেলার রামনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে।

নড়াইল কারাগারের জেলার মাহাবুব কবির জানান, গত ১৪ আগস্ট ফরিদ বিশ্বাস মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। আজ বৃহস্পতিবার ভোরে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে তিনি মারা যান।

কারাগারে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন বলেন, শুনেছি জেলখানার এক কয়েদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতের সুরতহাল প্রতিবেদনের জন্য থানা থেকে একজন কমকর্তা পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।