অসহায় নারীর চিকিৎসায় ডিসির অর্থ সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২০

নেত্রকোনায় এক ভবঘুরে নারীর চিকিৎসা সহায়তায় অর্থ দিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) কাজী মো. আবদুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে এনডিসি রেজাউল ইসলাম এ চিকিৎসা সহায়তার টাকা তুলে দেন। অজ্ঞাত ওই ভবঘুরে নারীকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দেন কবিরাজ আব্দুল হামিদ। তার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেয়া হয়।

এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ ও সাংবাদিক আলপনা বেগম এবং রক্তদানে নেত্রকোনার এমএইচ জনি উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, অসুস্থ ভবঘুরে ওই নারীর দেখভাল করেছেন কবিরাজ আব্দুল হামিদ। এককভাবে তার পাশে দাঁড়িয়ে সহায়তা করেছেন তিনি।

ওই নারীকে সড়কে পড়ে থাকতে দেখে দুই বছর আগে চিকিৎসা দেয়ার দায়িত্ব নেন আব্দুল হামিদ। ওই নারী কোনো এক জায়গায় স্থির না থাকায় শিকল দিয়ে আটকে রাখা হয়। পাশাপাশি চলে তার চিকিৎসা।

এইচ এম কামাল/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।