নড়াইলে ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মহাজন একাদশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০

মুজিববর্ষ উপলক্ষে নড়াইলের নড়াগাতি থানার মাউলি স্কুল মাঠে ১৬ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে মহাজন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

Narail-01.jpg

এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে মাউলী পঞ্চপল্লী নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়।

উভয় দলেই বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাই-ব্রেকারে মহাজন ফুটবল একাদশ ৪-৩ গোলে কুমড়ি ফুটবল একাদশকে পরাজিত করে।

Narail-01.jpg

এ সময় উপস্থিত ছিলেন-নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা শেখ মকিদ, মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার মিকু, মাউলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক, মাউলী পঞ্চপল্লী নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার মিজানুর রহমান, মাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার বিশ্বাস, মাউলী ইউনিয়নের মেম্বার মোকশেদুল শেখ, শিক্ষক রাজিব রায়, শিক্ষক সানোয়ার মোল্লা, জাসাদুর রহমান জিল্লু, মুরাদ হোসেন, জাহাঙ্গীর আলম লেন্টু, শেখ মাসুদ রানা, শেখ শরিফুল ইসলাম, শেখ হিরা, সোহাগ শেখ, সুজন রায় প্রমুখ।

হাফিজুল নিলু/এসএমএম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।