বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যুবমৈত্রীর মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও হেফাজতের আস্ফালন এবং দেশেকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বাংলাদেশ যুবমৈত্রী নড়াইল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাকিতুল্লাহ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নওরোজ হোসেন মোল্যা, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক পারভেজ আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রিপন শীল প্রমুখ।

বক্তারা, দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এগিয়ে আসার আহবান জানান।

হাফিজুল নিলু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।