ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রোববার সকাল সোয়া ৭টা থেকে ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, রোববার ভোর থেকেই পদ্মায় ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে আসায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে যায়। ফলে সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এ সময় মাঝ নদীতে কয়েকটি ফেরি আটকা পড়েছে। তবে তাৎক্ষণিক এর সংখ্যা জানাতে পারেননি তিনি।
কুয়াশা কেটে গেলে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল পুনরায় শুরু হবে বলে জানান মহিউদ্দিন রাসেল।
বি.এম খোরশেদ/এফএ/এমএস