কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন সিএনজিযাত্রী
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুফিয়া বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
রোববার (০৬ ডিসেম্বর) সকাল ১০ টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় সবজিবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম দক্ষিণ সুনামগঞ্জের খামারখাল গ্রামের বাসিন্দা।
জয়কলস হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির উদ্দিন জাগো নিউজকে জানান, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে সবজিবোঝাই কাভার্ডভ্যান এবং দিরাই থেকে সুনামগঞ্জগামী সিএনজি অটোরিকশা হালুয়ারগাঁও এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানের সাথে সিএনজি অটোরিকশাটির ধাক্কা লাগে। এ সময় সিএনজিযাত্রী সুফিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হন ও সিএনজি অটোরিকশার চালকসহ চারজন আহত হন।
আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিপসন আহমেদ/এসএমএম/এমএস