সিরাজগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হাসান সজলকে গুম ও হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংবাদ সম্মেলন করে প্রার্থী নিজে এই অভিযোগ করেন।

রোববার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় সিরাজগঞ্জ শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী মাহমুদুল হাসান সজল লিখিত বক্তব্যে বলেন, মনোনয়নপত্র জমাদানের পর থেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনির আক্তার খান তরু লোদী গংরা মনোনয়পত্র প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে আসছেন। তারা প্রাণনাশের হুমকিসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং খুন, গুম ও হত্যার হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাসহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানান বিএনপির এই মেয়র প্রার্থী।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আনোয়ার হোসেন রাজেশসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আগামী ২৮ ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।