বিদ্রোহীদের আর নৌকায় উঠতে দেয়া হবে না : নানক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

বিদ্রোহী প্রার্থীদের আর নৌকায় উঠতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে রাজৈর পৌরসভা নির্বাচনের এক পথসভায় তিনি এ কথা বলেন।

রাজৈর পৌর নির্বাচনে নৌকার প্রার্থী নাজমা রশীদের প্রচারণায় অংশ নিয়ে রাজৈর ঈদগাহ মাঠে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দের সঞ্চালনায় পথসভায় সভাপতিত্ব করেন রাজৈর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
পথসভায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।