বাংলাবাজার-শিমুলিয়ায় সকল নৌযান বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৭ ডিসেম্বর ২০২০

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত ২টা থেকে এ রুটে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এছাড়া সকালে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে রোববার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে। এছাড়া সকালে কুয়াশার পরিমাণ আরও বেড়ে গেলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

jagonews24

এদিকে কুয়াশার কারণে মাঝ পদ্মার বিভিন্ন স্থানে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে বলে বাংলাবাজার ফেরিঘাট সূত্র জানিয়েছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌরুটের সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল শুরু করবে।

নাসিরুল হক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।