সুনামগঞ্জে ট্রলির চাপায় মোটরসাইকেল চালক নিহত
ফাইল ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ট্রলির চাপায় রাসেল মিয়া (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (০৬ ডিসেম্বর) রাতে উপজেলার বিয়ানিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের আলী হায়দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে রাসেল মিয়া দোয়ারাবাজার থেকে মোটরসাইকেলে পান্ডারগাঁও আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির ধাক্কায় রাসেল ঘটনাস্থলেই মারা যান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে। চালক পলাতক।
লিপসন আহমেদ/এসএমএম/এমএস