মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪০ হাজার টাকা জরিমানা
ফাইল ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা কর্মকর্তা মো. ইমরান হোসেন উপজেলার ওছখালী বাজারের জননী ফার্মেসিতে এ অভিযান চালিয়ে জরিমানা করেন।
জানা গেছে, জননী ফার্মেসির মালিক মো. মামুনের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তার ফার্মেসিতে অভিযান পরিচালনা করে এর সত্যতা পাওয়া যায়।
এছাড় অভিযোগ ওঠে, মো. মামুন শিশুদের মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রি করেন। বিক্রি করা ইনজেকশনের মেয়াদ ২০ সালের অক্টোবরের মাসে শেষ হয়েছিল। পরে অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং বিক্রি করা ওষুধ জব্দ করা হয়।
মিজানুর রহমান/এমএসএইচ