করোনা আক্রান্ত সাংবাদিকের জন্য ফল পাঠালেন পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০

নোয়াখালীতে করোনা আক্রান্ত সাংবাদিকের জন্য ফল পাঠায়েছেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে একাত্তর টিভি ও জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের বাড়িতে বিভিন্ন মৌসুমী ফল পাঠান সোনাইমুড়ী থানা পুলিশ।

এ সময় তিনি করোনা আক্রান্ত সাংবাদিক মিজানুর রহমানের শরীরের খোঁজ নেন এবং কোনো সমস্যা হলে জানাতে বলেন।

jagonews24

প্রসঙ্গত, কয়েকদিন অসুস্থ থাকার পর রোববার (৬ ডিসেম্বর) সাংবাদিক মিজানুর রহমান সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষার জন্য দেন। পরদিন তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

মিজানুর রহমান/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।