আওয়ামী লীগই বর্ণচোরায় পরিণত হয়েছে : মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগই বর্ণচোরা, স্বাধীনতার পর থেকেই মুখে গণতন্ত্রের কথা বললেও নিজেরাই গণতন্ত্র ধ্বংস করছেন। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োাজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে অনিশ্চয়তা, অস্থিশীলতা তাদের জন্যই সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের কথা বলে তারা একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন তখন তারা বর্ণচোরা রাজনীতি করেছিলেন। আওয়ামী লীগ প্রতিটি সময় শুধু বিএনপির নাম নিতে থাকে। কারণ তারা জানে বিএনপি আছে, শক্তিশালীভাবেই আছে। দেশে বিএনপি ছাড়া আর কিছু নেই।

চলমান পৌর নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে ততদিন দেশে কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরেও আমরা নির্বাচনে যাবো। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির নেতারা।

তানভীর হাসান তানু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।