নোয়াখালীর জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০

করোনায় আক্রান্ত হলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে মাইজদীতে তার সরকারি বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন।

আক্রান্ত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং রাতেই আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাবে তার নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়।

তিনি আরও জানান, তার শরীর ভালো আছে। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে অনলাইনে অফিসের সকল কাজকর্ম চালিয়ে যাবেন।

৭ জুলাই তিনি নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

মিজানুর রহমান/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।