ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৮ কি.মি. যানজট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ক্যাডেট কলেজ এলাকা থেকে মির্জাপুর সদর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইলের দিকে থেমে থেমে যান চলাচল করলেও ঢাকার দিকে একেবারেই থেমে রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

jam-1.jpg

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার পর থেকে এমন চিত্র দেখা যায়।

গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানায়, বিজয় দিবসের ছুটিতে কর্মজীবী মানুষ ঘরে ফেরা শুরু করেছেন। তাই মঙ্গলবার দুপুরের পর থেকে বাস চলাচল বৃদ্ধি পায়। সন্ধ্যা ৫টার পর থেকে মহাসড়কের গোড়াই এলাকায় যানজট শুরু হয়। যানজট এক পর্যায় ক্যাডেট কলেজ এলাকা থেকে মির্জাপুর সদর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার বিস্তৃত হয়েছে।

এস এম এরশাদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।