বিজয় দিবসের রাতে ছিন্নমূলদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

নোয়াখালীতে অসহায় ছিন্নমূল শীতার্ত নারী, পুরুষ ও শিশুর মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

বুধবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে পুলিশ সুপার আলমগীর হোসেন নোয়াখালী রেল স্টেশন, মাইজদি কোর্ট ও চৌমুহনী রেল স্টেশনে এ কম্বল বিতরণ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, জেলা সিআইডি পুলিশ সুপার বশির আহমেদ, সুধারম মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন ও বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার।

পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, যারা ছিন্নমূল ও শীতে কষ্ট পাচ্ছে, শীত নিবারণ করার সামর্থ নেই, তাদের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি।

মিজানুর রহমান/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।