সেতুমন্ত্রীর ভগ্নিপতির ইন্তেকাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি আলহাজ মো. শাহাবুদ্দিন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বৎসর।

মো. শাহাবুদ্দিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিওর বাংলাদেশের সাবেক ব্যবস্থাপক।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকতা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহাবুদ্দিন ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর কেরোলিয়া গ্রামে এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

দাগনভূঁইয়া আতাতুর্ক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ফেনী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভের পর কর্মজীবনে প্রবেশ করেন।

চাকরি জীবনের পুরো সময় তিনি একটি বিদেশি সংস্থায় কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার সন্তানরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার বড় ছেলে লে. কর্নেল (অব.) ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী থেকে সদ্য অবসর গ্রহণ করেছেন। ছোট ছেলে ইকবাল জাফর আহমেদ একটি মাল্টিন্যাশানাল কোম্পানিতে কর্মরত।

ব্যক্তিজীবনে শাহাবুদ্দিন ছিলেন একজন বন্ধুবৎসল, ন্যায়পরায়ণ ও পরোপকারী ব্যক্তি।

আজ জোহর নামাজ শেষে রাজধানীর মেরুল বাড্ডায় তার প্রথম জানাজা এবং শুক্রবার বেলা ১১টায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মিজানুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।