ছাগলনাইয়া থেকে রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

ফেনীর ছাগলনাইয়া থেকে আবদুর রহিম (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্থানীয়দের সহযোগিতায় উপজেলার চাঁদগাজী বাজার হতে তাকে আটক করা হয়।

আটক যুবক মায়ানমারের আকিয়াব জেলার মুন্ড থানাধীন হারসুরাত বাজারের নুর মোহাম্মদ ও গোল বাহার বেগমের ছেলে।

ছাগলনাইয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, ২০১৭ সালের ২৫ আগস্ট সপরিবারের তারা কক্সবাজারের উখিয়ায় এসেছিল। পরে তারা কতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৪ এ ঠাঁই নেয়। বৃহস্পতিবার চাঁদগাজী ভেতরের বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশকে জানালে তারা রোহিঙ্গা যুবককে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে সে ছাগলনাইয়ায় কাজের সন্ধানে এসেছে বলে পুলিশকে জানায়।

রোহিঙ্গা যুবককে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

রাশেদুল হাসান/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।