নির্মলেন্দুর নৌকা, খলিলের ধানের শীষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া খাগড়াছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নির্মলেন্দু চৌধুরী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো. ইব্রাহিম খলিল।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় নির্মলেন্দু চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অপর দুই মনোনয়নপ্রত্যাশী বর্তমান মেয়র মো. রফিকুল আলম ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েলকে পেছনে ফেলে মনোনয়ন পেলেন নির্মলেন্দু চৌধুরী। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এদিকে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মো. ইব্রাহিম খলিলকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক।

তফসিল অনুযায়ী, খাগড়াছড়ি পৌরসভায় মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

মুজিবুর রহমান ভুইয়া/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।