মেহেরপুরে জামায়াতের নারী ওয়ার্ড কাউন্সিলরসহ ১৭ শিবির কর্মী আটক
মেহেরপুরে শিবিরের বৈঠক চলাকালীন জামায়াতের নারী ওয়ার্ড কাউন্সিলর শিউলি আক্তারসহ ১৭ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের শেখপাড়ার ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, বিকেলে শহরের শেখপাড়ার শিউলি আক্তারের বাড়িতে শিবির কর্মীরা বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেখানে অভিযান চালায়। বৈঠক থেকে ১৭ জন শিবির কর্মীকে আটক করা হয়।

নাশকতার উদ্দেশ্য তারা বৈঠক করছিল বলে জানান ওসি। আটকদের অনেকেই ১৮ বছরের নিচে হওয়ায় বয়স বিবেচনা করে স্ব স্ব আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
আসিফ ইকবাল/এআরএ/এমকেএইচ