চতুর্থবারের মতো রাঙ্গামাটি প্রেসক্লাবের দায়িত্বে রুবেল ও আনোয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১১:০৯ এএম, ২০ ডিসেম্বর ২০২০

রাঙ্গামাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের রাঙ্গামাটি প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক।

তারা টানা চতুর্থ মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটাভুটি হলেও বাকি পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়।

শনিবার রাঙ্গামাটি প্রেসক্লাবের নির্বাচনী তফসিল মোতাবেক বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৩ ভোটারের মধ্যে ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা।

রাঙ্গামাটি প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য পদের সহ-সভাপতি পদে ইউএনবি প্রতিনিধি অলি আহমেদ, কোষাধ্যক্ষ পদে এটিএন বাংলা প্রতিনিধি পুলক চক্রবর্তী, যুগ্ম সম্পাদক পদে প্রথম আলোর ফটোসাংবাদিক সুপ্রিয় চাকমা নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি একেএম মকছুদ আহমেদ, দৈনিক ইনকিলাব রাঙ্গামাটি প্রতিনিধি সৈয়দ মাহাবুব আহামদ, এস এম শামসুল আলম ও মো. আলী।

প্রেসক্লাবের নির্বাচন পরিচালনায় ছিলেন রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাঙ্গামাটি শিশুনিকেতন অধ্যক্ষ এস এম মঈন উদ্দীন ও পাবলিক কলেজের প্রভাষক আদনান পাশা সুজা।

শংকর হোড়/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।