খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২১ ডিসেম্বর ২০২০

দীর্ঘদিনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খাগড়াছড়ি জেলা শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক করে কমিটি অনুমোদন করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ৩ মাস মেয়াদী আহ্বায়ক কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিলুপ্ত কমিটির যুগ্ম-সম্পাদক উবিক মোহন ত্রিপুরাকে আহ্বায়ক ও মো. মনির হোসেন, হৃদয় মারমা, মো. শাহেদুল আলম চৌধুরী, মুন্না চাকমা মুন এবং এমং চাকমাকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে।

এছাড়াও তেপান্তর চাকমা, অর্কিড চাকমা, অর্নব ত্রিপুরা টুটুল, বিপ্লব সরকার, আনোয়ার হোসেন শুভ, ক্যাজরী মারমা, নাজমুল হোসেন, সাইফুল ইসরাম, দীপন চাকমা, সুপ্রিয় চাকমা, মো. শাহজালাল ও জিতজয় ত্রিপুরাকে আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ছাত্র নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে কেন্দ্র এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন এমন মন্তব্য করে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা বলেন, আগামী তিন মাসের মধ্যে একটি গঠনতান্ত্রিক সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচিত করাই আমাদের লক্ষ্য।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।