নড়াইলে মাশরাফির ব্যবস্থাপনায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৩ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

নড়াইলে ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার ব্যবস্থাপনায় ‘বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০’ শুরু হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে নড়াইলের চিত্রা রিসোর্টে প্লেয়ার চয়েজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পাঁচটি দলের পাঁচ ক্যাটাগরিতে ৭৫ জন খেলোয়াড় নিলাম হয়।

চিত্রা রিসোর্টের হলরুমে অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়াল বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ক্রিকেট কোচ সঞ্জিব বিশ্বাস সাজু, ফুটবল কোচ কার্ত্তিক দাস, নড়াইল ক্রীড়া সংস্থার প্রতিনিধি আবিদুর রহমান লিকু, মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশের গর্বিত মালিক শামিম সিকদার, চিত্রশিল্পী এস এম সুলতান একাদশের মালিক বাবুল মুসুল্লী, একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকার একাদশের মালিক মইনুল ইসলাম বাবু ও মাসুম জুলহাস ববি, জারি সম্রাট মোসলেম উদ্দিন একাদশের মালিক মো. আশরাফুল আলম প্রমুখ।

jagonews24

ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘এ ধরনের একটি টুর্নামেন্ট আয়োজনের মধ্যদিয়ে আমরা নতুন একটি অধ্যায়ে পা রাখছি। এবার অনেকটা সাদামাটাভাবে হচ্ছে। আগামীতে আরও সুন্দর এবং সংগঠিতভাবে আয়োজন করা হবে। প্রথম আয়োজন বিধায় অনেক ভুলত্রুটি হতে পারে, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতি বছর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।’

তিনি ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলার টুর্নামেন্টের আয়োজনের আশ্বাস দেন।

jagonews24

আয়োজক কর্মকর্তা গাজী আব্দুল মজিদ জানান, বিপিএলের আদলে আগামী ৩০ ডিসেম্বর থেকে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে পাঁচটি টিমের এ টুর্নামেন্ট শুরু হবে। এ টুর্নামেন্টের আর্থিক পৃষ্টপোষকতায় রয়েছে ওয়ালটন ও মিনা বাজার।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকায়। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন নড়াইল-২ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

হাফিজুল নিলু/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।