শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

চালক ও হেলপারকের লঞ্ছিতের প্রতিবাদে ঢাকাগামী সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতি।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ ঘোষণা দেয়া হয়।

জেলা বাস কোচ মালিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব ঘোষ জানান, সম্প্রতি দুই দফায় ময়মনসিংহ বাস কোচ মালিক সমিতির মহাসচিবের গাড়ি শেরপুর নবীনগর বাসস্ট্যান্ডে অবৈধভাবে আটকিয়ে শ্রমিকদের লাঞ্চিত ও মারধর করে। পরে বিচারের সিদ্ধান্ত নেয়া হলে আবারো মারধর করা হয়। এরই প্রতিবাদে আজ দুপুরে শেরপুর থেকে ঢাকাগামী কয়েকটি বাস ময়মনসিংহে আটকে দেয় শ্রমিকরা। পরে ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত ঢাকাসহ দূরপাল্লার সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখে জেলা বাস কোচ মালিক সমিতি।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা। শেরপুরের নতুন বাস টার্মিনাল ও নবীনগর বাস স্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের বেশ ভিড় জমে যায়।

ইমরান হাসান রাব্বী/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।