শেরপুরে করোনা-ডেঙ্গু রোধে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মহামারি করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ব্যাটালিয়ন রমনা রেজিমেন্ট-৫।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে শেরপুর সরকারি কলেজে এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া।

এ সময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, রমনা রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

sherpur-(2).jpg

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ও ডেঙ্গু প্রতিরোধের ব্যপারে নির্দেশনা দেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিএনসিসি আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশ নেন।

ইমরান হাসান রাব্বী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।