বৃহস্পতিবার খাগড়াছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১০:৪৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

খাগড়াছড়িসহ ছয় জেলার ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করতে আগামীকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পার্বত্য খাগড়াছড়ি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বেলা ১১টার দিকে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ছয়টি জেলার ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন খাগড়াছড়ি ফায়ার সার্ভিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জেলা কারা অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় যোগদান করবেন।

অনুষ্ঠানে জেলার সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মুজিবুর রহমান ভূইয়া/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।