পটকা মাছ খেয়ে প্রাণ গেল বউ-শাশুড়ির, হাসপাতালে শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় বিষাক্ত পটকা মাছের তরকারি খেয়ে মারা গেছেন শাশুড়ি ও পুত্রবধূ। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সাত বছরের এক শিশু।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার পুত্রবধূ নুরুন্নাহার (২২)।

নিহত নুরুন্নাহারের শিশুপুত্র নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় গিয়াস মিয়ার বাড়ির একপাশে নিজেরা ঘর তৈরি করে তিন ছেলে ও এক পুত্রবধূ নিয়ে থাকতেন ফরিদা বেগম। বুধবার দুপুরে পটকা মাছ নিয়ে এক মাছ বিক্রেতা বাড়িতে গেলে তার কাছ থেকে মাছ কেনেন। ওই মাছ রান্না করে খাবার খান শাশুড়ি ফরিদা বেগম, পুত্রবধূ নুরুন্নাহার ও সাত বছরের শিশু সন্তান নায়েম।

সন্ধ্যার পর তারা অসুস্থতাবোধ করলে এক পল্লী চিকিৎসককে ডেনে এনে চিকিৎসা নেন। পরে মধ্যরাতে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়। আহত শিশুকে উদ্ধার করে হাসপালে ভর্তি করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু রান্না করা মাছ জব্ধ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।