নরসিংদীতে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

নরসিংদীর তুলসিপুর গ্রামে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মধ্য শীলমান্দ্রী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (১১) ও শিবপুরের বিবি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে ইউসুফ মিয়া (১০)। তারা দু’জনই পঞ্চম শেণিতে পড়ত।

পুলিশ জানায়,নরসিংদীর পাঁচদোনা শীলমান্দ্রি ইউনিয়নের তুলসিপুর গ্রামে পারিজা ডাইং ও আসফিয়া ডাইংয়ের কারখানা নির্মাণের জন্য চারপাশে সিমানা প্রাচীর দিয়ে একটি পুকুর ভরাটের কাজ চলছিল। বিকেলে স্থানীয় নাদিম ও রমিজ উদ্দিনের বাড়িতে বেড়াতে আসা তিন শিশু খেলার ছলে সেখানে যায়। পরে গোসোলের জন্য পানিতে নামে তারা।

ওই সময় শাহাদাত ও ইউসুফ পানিতে ডুবে যায়। এই দৃশ্য দেখে সঙ্গে থাকা অপর এক শিশু তাদের স্বজনকে খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেখারচর ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ চৌধুরী বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সঞ্জিত সাহা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।