রামগঞ্জে নৌকার মাঝি খায়ের পাটওয়ারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:২৭ এএম, ২৭ ডিসেম্বর ২০২০

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি রামগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ নেতা পিন্টু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগঞ্জ পৌরসভার মেয়র পদে আবুল খায়েরকে মনোনীত করেছেন। সব ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীর জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এর আগে শনিবার সন্ধ্যায় দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করেছে আওয়ামী লীগ।

রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের জানান, আগামী ৩০ জানুয়ারি রামগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে প্রস্তুতি নেয়া হবে।

কাজল কায়েস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।