জিম্মিদশা থেকে ইটভাটার ৪ শ্রমিক উদ্ধার, মালিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

রাঙ্গামাটির কাউখালীর কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার কেএমবি ইটভাটায় অভিযান চালিয়ে জিম্মি থাকা নারীসহ চার শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ ডিসেম্বর) ইটভাটার একটি কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। শ্রমিকদের জিম্মি করে চাঁদা আদায় ও মারধর করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইটভাটার মালিক ফারুককে।

তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার রাজানগর ইউনিয়নের জঙ্গলবগাবিলী এলাকার মৃত শামসুল হকের ছেলে।

উদ্ধারকৃতরা হলেন- ইটভাটার শ্রমিক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোরাগাছা গ্রামের মৃত মো. দুলালের মেয়ে মুক্তা বেগম (৩৭), মো. হারুন এর ছেলে ফরহাদ (১৬), মৃত মালেকের চেলে জাহাঙ্গীর আলম (১৮) ও একই জেলার চন্দ্রগঞ্জ থানার কালিবিড়ি গ্রামের আবুল কালাম এর ছেলে জাহিদ (২৮)।

jagonews24

উদ্ধারকৃত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, ফারুক দীর্ঘদিন তাদের জিম্মি করে বিনা বেতনে ইটভাটায় কাজ করাচ্ছিল এবং রাতের বেলা শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালালো হতো। দফায় দফায় শ্রমিকদের পরিবারের কাছ থেকে ৭০ হাজার টাকা মুক্তিপণ নেয় তিনি। শেষে কৌশলে নিকটবর্তী পুলিশ ক্যাম্পে খবর পাঠায় শ্রমিকরা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিল উল্লাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নাইল্যাছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে তারাবুনিয়ার কেএমবি ইটভাটার চার শ্রমিককে একটি কক্ষ থেকে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃতরা কাউখালী থানায় ফারুকের বিরুদ্ধে মামলা করেন। তারপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফারুকের বিরুদ্ধে পূর্বে কাউখালী থানায় একটি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান ওসি মো. শহিল উল্লাহ।

শংকর হোড়/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।