মৌলভীবাজারে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৮ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে আদালত সম্মেলন কক্ষে এ কনফারেন্স হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বাহাউদ্দিন কাজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কনফারেন্সের শুরুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৯৭১ সালের যুদ্ধে শহীদ হওয়া বীরদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মুজিব বর্ষ, বিজয়ের মাস ও ইংরেজি নববর্ষের অগ্রীম শুভেচ্ছা জানান।

বক্তব্যে মুহম্মদ আলী আহসান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেলার বিভিন্ন থানায় তদন্তাধীন থাকা মামলার তদন্ত কার্য দক্ষতার সাথে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে আদালতে প্রতিবেদন প্রেরণ, যথাসময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিত করে তাদের নিরাপত্তা বিধান, গ্রেফতারের পর নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে আদালতে সোপর্দ করার, পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হওয়া এবং বিচারাধীন মামলাসমূহের সুষ্ঠু বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য বিচারক ও থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।