শায়েস্তাগঞ্জে জামানত বাজেয়াপ্ত হচ্ছে ৩ মেয়র প্রার্থীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১২:২০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ছয়জন প্রার্থী। তাদের মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

এরা হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজল উদ্দিন তালুকদার, আবুল কাশেম শিবলু এবং স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল ইসলাম শীতল।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মানুযায়ী যে পরিমাণ ভোট পড়েছে, তার আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী শায়েস্তাগঞ্জে প্রতিদ্বন্দ্বিদের মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

ফলাফল পর্যবেক্ষণে জানা গেল, শায়েস্তাগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৬১ । এর মাঝে কাস্ট হয়েছে ১৩ হাজার ২৪৩টি। অবৈধ ঘোষণা হয় ৪৪টি। সে হিসেবে ১৩ হাজার ১৯৯ ভোটের আট ভাগের এক ভাগ হয় এক হাজার ৬৪৯টি। এ পরিমাণ ভোট না পেলেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

সোমবার (২৮ ডিসেম্বর অনুষ্ঠিত) নির্বাচনে উপজেলা যুবলীগের যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদার চামচ প্রতীকে পেয়েছেন এক হাজার ৫১০, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু জগ প্রতীকে এক হাজার ৪৩০ এবং মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল ইসলাম পেয়েছেন ৫২২ ভোট।

কামরুজ্জামান আল রিয়াদ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।