ব্রাহ্মণবাড়িয়ার সুনাম তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:৪০ এএম, ৩০ ডিসেম্বর ২০২০

 

সাংবাদিকদের চোখে সমাজের সকল অসঙ্গতি দেখা যায়। তাই ব্রাহ্মণবাড়িয়ার সুনামের কথাও সাংবাদিকদের তুলে ধরতে হবে। কারণ বহু কবি- সাহিত্যিক ও গুণীজনের চারণভূমি এই জেলা। তাই ব্রাহ্মণবাড়িয়ার সুনাম তুলে ধরার জন্যও সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নিজস্ব ক্যালেন্ডার ও ডায়েরির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন।

প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অনেক ইতিবাচক দিক রয়েছে। লিখনীর মাধ্যমে সাংবাদিকদেরকে ব্রাহ্মণবাড়িয়ার সেই ইতিবাচক দিকগুলো রাষ্ট্রের কাছে, মানুষের কাছে তুলে ধরতে হবে। কারণ সাংবাদিকরা যেভাবে উপস্থাপন করবেন, দেশের মানুষ সেভাবেই ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে জানবেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ ও সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম এ এইচ মাহবুব আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন শাহীন, সাবেক সহ-সভাপতি শেখ শহীদুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য মো. মনির হোসেন, জ্যেষ্ঠ সদস্য আব্দুন নূর, কবি জয়দুল হোসেন ও এমদাদুল হক এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা। পরে সদস্যদের মধ্যে নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি বিতরণ করেন অতিথিরা।

আজিজুল সঞ্চয়/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।