১১ হাজার ভোল্টের বিদ্যুৎলাইনে সংযোগ দিতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:১৭ এএম, ৩১ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইনে সংযোগ দেয়ার সময় তারে জড়িয়ে নয়ন বাবু নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা খট্টাগ্রামের এ ঘটনা ঘটে। নয়ন বাবু ওই এলাকার ইলিয়াস হোসেনের ছেলে।

স্থানীয় খট্টা ইউনিয়নের ইউপি সদস্য বিনুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে খট্টা ইউনিয়নের ইউপি সদস্য বিনুল হোসেন বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নয়ন বাবুসহ গ্রামের বেশ কয়েকজন ব্যাডমিন্টন খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় নয়ন ১১ হাজার ভোল্ট বিদ্যুতের লাইনে সংযোগ দেয়ার সময় তারে জড়িয়ে যায়। এ সময় সহপাঠীরা তাকে উদ্ধারের আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নিহত স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্কুলছাত্র বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এমদাদুল হক মিলন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।