৯৯৯-এ ফোন পেয়ে আহত বৃদ্ধাকে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০

লক্ষ্মীপুরে জোরপূর্বক জমি দখলে নিতে তাহেরা খাতুন নামে এক বৃদ্ধাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। মাকে উদ্ধারে ৯৯৯-এ ফোন দেন আহতের মেয়ে তানিয়া সুলতানা। ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছে তাহেরাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের পরিবার জানায়, তাহেরা তেওয়ারীগঞ্জের চরমনসা গ্রামের আমিন উল্যার স্ত্রী। তাহেরাদের সঙ্গে প্রতিবেশী শাহজাহানদের কয়েক বছর ধরে ৩৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শাহজাহানের লোকজন তাহেরাকে অব্যাহত হুমকি দিচ্ছে। এ নিয়ে তিনি একাধিকবার সদর থানায় লিখিত অভিযোগ করেন।

সবশেষ বৃহস্পতিবার শাহজাহানের ছেলে ফয়সাল মাহমুদ অনুসারীদের নিয়ে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলে নিতে ঘটনাস্থল যান। খবর পেয়ে তাহেরা তাদেরকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা (ফয়সালরা) তাহেরাকে এলাপাতাড়ি লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। তার মেয়ে তানিয়া সুলতানা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহযোগিতা চান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

হাসপাতালে চিকিৎসাধীন তাহেরা খাতুন বলেন, শাহজাহানরা জমি দখলের পাঁয়তারা করে আসছে। যেকোনো সময় তারা আবার হামলা করতে পারে। এ নিয়ে আমি স্বামী-সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতা আছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফয়সাল মাহমুদ বলেন, জমিটি আমাদের। থানায় সালিশি বৈঠকে তাহেরা কোনও কাগজপত্র দেখাতে পারেনি। আমরা নির্মাণ কাজ করতে গেলে সরঞ্জামাদি নষ্ট করতে গিয়ে তিনি গর্তে পড়ে আহত হন। তাকে মারধরের বিষয়টি সত্য নয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউল হক জানান, হেলফ লাইনে ফোন পেয়ে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।